গাবতলী হাট ইজারা: প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক :
গাবতলী পশুর হাটের ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির অভিযোগের বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
রোববার (৪ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয়— এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক এ বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এর আগে ৩০ এপ্রিল এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে ডিএনসিসিতে অভিযান পরিচালিত হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছিলেন।
জানা গেছে, রাজধানীর গাবতলীর পশুর হাটের জন্য সরকার-নির্ধারিত দর ছিল ১৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা। সর্বোচ্চ দর উঠেছিল সোয়া ২২ কোটি টাকা, যা নির্ধারিত দরের চেয়ে সাত কোটি টাকার বেশি। এর সঙ্গে আরও ২৫ শতাংশ মূল্য সংযোজন কর ও আয়কর (ভ্যাট ও আইটি) রাজস্ব খাতে যুক্ত হওয়ার কথা ছিল। তবে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ইজারার পরিবর্তে গাবতলী হাটে এখন সরাসরি হাসিল আদায় করছে ঢাকা উত্তর কর্পোরেশন।