গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারালেন ২১২ ফিলিস্তিনি সাংবাদিক

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন

শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

গাজাভিত্তিক সরকার পরিচালিত গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। সর্বশেষ নিহত সাংবাদিক হলেন সাঈদ আবু হাসানেইন, যিনি দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি এক বিমান হামলায় আহত হয়ে মারা যান।

বিবৃতিতে বলা হয়, আবু হাসানেইন স্থানীয় আল-আকসা রেডিওতে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

ইসরায়েলের সাংবাদিকদের ওপর ধারাবাহিক ও উদ্দেশ্যপ্রণোদিত হামলার তীব্র নিন্দা জানায় গণমাধ্যম অফিসটি। একই সঙ্গে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়ন ও বিশ্বজুড়ে সব সংবাদ সংস্থাকে ইসরায়েলি অপরাধের নিন্দা জানাতে এবং আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি কার্যকর হওয়ার পরও ১৮ মার্চ ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে।

অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় ৫১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় পরিচালিত যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।

এদিকে শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।