খাল ও সড়কবিহীন দাঁড়িয়ে আছে সেতু

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় একটি সেতু নির্মাণ করা হলেও সেটি কোনো কাজে আসছে না। কারণ সেতুটির দু’পাশে নেই কোনো সংযোগ সড়ক, এমনকি নিচে খালও নেই। ফলে কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি বছরের পর বছর ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির পূর্ব পাশে ইট বিছানো একটি সড়ক থাকলেও তা সেতু পর্যন্ত পৌঁছায়নি। অন্যদিকে সেতুর নিচ দিয়ে কোনো খাল নেই, এমনকি আশপাশে পানি চলাচলের পথও দেখা যায়নি। একই প্রকল্পের আওতায় নির্মিত কিছু বক্স কালভার্টও একইভাবে খালবিহীন অবস্থায় পড়ে আছে।

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘বিজেপি’ প্রকল্পের আওতায় ২০১৯ সালের মে মাসে শিমুলতলা বাজার থেকে মানপাশা পর্যন্ত সড়ক নির্মাণ, ৮টি বক্স কালভার্ট ও একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। বরাদ্দ ছিল ৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা। কাজের মূল দায়িত্ব পান ঠিকাদার মহিউদ্দিন আহমেদ। তিনি সাব-কন্ট্রাক্ট দেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের কাছে।

‎চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখনো পুরো সড়কটি নির্মিত হয়নি। যদিও সেতু ও কিছু কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তার কাজ না হওয়ায় সেগুলো অকার্যকর হয়ে আছে।

‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, যেখানে খাল নেই, সেখানে সেতু বানিয়ে কী লাভ? সেতুটি এখনো কোনো উপকারে আসছে না বরং পড়ে আছে মাটি ও ঘাসে ঢাকা।

‎এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইকবাল কবির বলেন, আমি এখানে যোগদানের আগেই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে এটিকে নতুন একটি প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু করা সম্ভব হবে।