কৃষকের জমিতে ইটভাটা, প্রতিবাদ করায় মারধর

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

 

বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ার শিবগঞ্জে ইটভাটার জন্য জমি পত্তন নিয়ে দখলের পাঁয়তারার প্রতিবাদ করায় এক কৃষককে মারধর করা হয়েছে। ইটভাটা মালিক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক আব্দুল আলিম। শিবগঞ্জ থানায় এই অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, পূর্ব জাহাঙ্গীরাবাদ মৌজায় কৃষক আব্দুল আলিমের এক বিঘা জমি রয়েছে। সেখানে তিনি চাষাবাদ করে আসছিলেন। জমির পাশেই ইটভাটা গড়ে তোলায় ফসল হচ্ছিল না। বাধ্য হয়ে জমিটি ইটভাটা মালিক মোসলেম উদ্দিনকে বার্ষিক ২০ হাজার টাকা চুক্তিতে পত্তন দেন। মোসলেম কিছু দিন পত্তনের টাকা দেওয়ার পর আরেক ইটভাটা মালিক আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাছে লিজ দেন। এ বিষয়টি জানতে পেরে আব্দুল আলিম তাঁর জমি ফিরিয়ে দিতে বলেন মান্নানকে। তিনি ওই জমি বেদখল করার চেষ্টা করছেন। গতকাল সকালে আলিম জমিতে গেলে লোকজন দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

মামলা বা হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ইটভাটা মালিক আব্দুল মান্নান। তাঁর দাবি, আব্দুল আলিমকে এক বছরের টাকা দেওয়া হয়েছে। এই জমি আব্দুর রহিম নামে আরেক কৃষকও নিজের বলে দাবি করেছেন। এক জমির দুই দাবিদার হওয়ায় পত্তনের টাকা আপাতত দেওয়া বন্ধ রেখেছি। বিরোধ নিষ্পত্তি হলে প্রকৃত মালিককে টাকা অথবা জমি বুঝিয়ে দেওয়া হবে।