কারিগরিতে পাসের হার নিম্নমুখী

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

গত তিন বছরে কারিগরি শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) অধীন এসএসসি ও দাখিলের পাসের হার নিম্নমুখী। কারিগরিতে এ বছর পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। ধারাবাহিকভাবে পাসের হার কমেছে। ২০২৩ সালে পাসের হার ছিল ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও ২০২২ সালে ছিল ৮৯ দশমিক ৫৫ শতাংশ। তা ছাড়া জিপিএ ৫ এর সংখ্যাও নিম্নমুখী।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কারিগরি শিক্ষায় শিক্ষার্থী বেড়েছে। ২০১৪ সালে এনরোলমেন্টের হার ছিল ১৪ দশমিক ৫৮ শতাংশ, যা ২০২২ সালে এসে দাঁড়ায় ১৮ দশমিক ১৭ শতাংশ। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও গত তিন বছরে এসএসসিতে পাসের নিম্নমুখী রয়েছে।

এ বছর কারিগরি বোর্ডে ১ লাখ ২২ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ৯৯ হাজার ৭২১ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৭৮ জন, যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় কম।