কাটা ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির কবলে পড়ে কৃষক নিহত

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

জেলা প্রতিনিধি,ময়মনসিংহঃ 

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে আলতাফ উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) ভোরে ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ আলী জানান, কৃষক আলতাফ ছেলেকে নিয়ে রাতে কাটা ধান পাহাড়া দিচ্ছিলেন। ভোরে ভারতীয় দিক থেকে বন্যহাতির পাল এসে ধান খাওয়া শুরু করলে বাবা-ছেলে মিলে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তবে হাতি তাদেরকে উল্টো তাড়া করে।

চেয়ারম্যান আরও জানান, এ সময় শুর দিয়ে পেঁচিয়ে আলতাফকে গুরুতর আহত করে চলে যায় হাতিল পাল। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।