কাউনিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- বেলাল হোসেন (৩৫) ও সঞ্জয় কুমার রায় (২৭)। বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার চন্দ্রকানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সঞ্জয় রায় একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে। তারা দুইজনেই বিবাহিত।

রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সঞ্জয়ের চাচা সুমন কুমার রায় বলেন, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে চড়ে রংপুর থেকে বাড়ি ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলা বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যায়। আমরা খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে আসি।

এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে দুর্ঘটনাটি আমার এলাকায় নয়। কাউনিয়া থানার পুলিশ বিষয়টি জানেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঢাকাগামী বাসের সঙ্গে দুইজন মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। সেখানে বাস উল্টে গিয়ে পাশে পড়ে। বাসের কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন মারা যায়। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।