করোনাভাইরাস আতঙ্কে প্রমোদতরী বন্দী ৭০০০ পর্যটক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

করোনভাইরাসে একজন আক্রান্তের শঙ্কার পর ইতালির একটি প্রমোতরীতে প্রায় ৭ হাজার মানুষ আটকা পড়েছেন। রোমের সিভিটাভেচিয়া বন্দরের কাছাকাছি ইতালিয়ান সংস্থা কোস্টা ক্রোসিয়ারের এক প্রমোদতরীতে ছিলেন চীন শাসনাধীন ম্যাকাউয়ের এক দম্পতি। স্ত্রীর জ্বরে আক্রান্ত হলে জাহাজে থাকা তিনজন চিকিৎসক ও একজন নার্স তাদের পরীক্ষা-নিরীক্ষা করার পর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানান।

 

ইতালিয়ান কোম্পানি কোস্টা ক্রোসেয়ারে নিশ্চিত করেছে কোস্টা মেরালডা নামের ওই প্রমোদতরীতে তাদের মালিকাধাধিন।

 

যাত্রী ও ক্রুসদস্যসহ বর্তমানে অবরুদ্ধ ওই জাহাজটিতে প্রায় ৭ হাজার মানুষ রয়েছেন। কোম্পানিটির মুখপাত্র বলেছেন, ‘সেখানে ম্যাকাউয়ের এক নারীর আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। ’

প্রমোদতরীটি দক্ষিণ ইতালির সাভোনা বন্দর থেকে যাত্রা শুরু করে।

 

এরপর দক্ষিণ ফ্রান্সের মারসেইলি, স্পেনের বার্সেলোনা ও পালমা বন্দরে যাত্রাবিরতির পর সিভিটাভেচিয়া বন্দরে পৌঁছায়। স্থানীয় সংবাদ সংস্থ এএনএসএ বলছে, বিকেলের মধ্যেই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। ৫৪ বছর বয়সী নারী ও তার স্বামীকে একঘরে করে রাখা হয়েছে।