
গাইবান্ধা প্রতিনিধি:
বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, দক্ষ শিশু ও যুব সংগঠক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা শহরের ব্রিজ রোডের বাসিন্দা মশিয়ার রহমান খান (৭৫) আর নেই।
বুধবার (১৯ মার্চ) ভোর রাতে তিনি ঢাকায় ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
মশিয়ার রহমান খান দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাইবান্ধা থেকে প্রকাশিত “সাপ্তাহিক গাইবান্ধা” ও “দৈনিক সন্ধান” এরও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ ছাড়া তাঁর হাত দিয়েই গড়ে উঠেছিল গাইবান্ধার অন্যতম শিশু সংগঠন “সাত ভাই চম্পা” ও যুব সংগঠন “আবাহনী”। গাইবান্ধা জেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন দীর্ঘদিন।
তার মৃত্যুতে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, মুক্তিযুদ্ধের গবেষক ও জেলা উদীচী’র সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।