আমিরাতের পথে রিশাদ-তানজিদরা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এরপর দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও, এখনো তা পুরোপুরি নিশ্চিত নয়। সূচি নিয়ে অনিশ্চয়তা ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার কারণে সফরটি ঝুলে আছে।

বাংলাদেশ দল যাচ্ছে দুই ধাপে। আজ বুধবার সকাল ১০টার ফ্লাইটে প্রথম দফায় আমিরাতের উদ্দেশে রওনা হন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারীসহ মোট ১০ জন ক্রিকেটার। বাকি সদস্যরা সন্ধ্যা ৭টার ফ্লাইটে দেশ ছাড়বেন, সেই দলে থাকবেন অধিনায়ক লিটন দাসও।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ইতোমধ্যে এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। সাধারণ গ্যালারির টিকিট ৩০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৯৯০ টাকা), গোল্ড/প্লাটিনাম শ্রেণির টিকিট ৭৫ দিরহাম (প্রায় ২,৪৭৫ টাকা) ও ভিআইপি বক্সের টিকিট ২০০ দিরহামে (প্রায় ৬,৬১২ টাকা) মিলছে।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন দাস। আর কেবল আমিরাত সফরের জন্য সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান। এই সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, তবে এখনো দল ঘোষণা করেনি স্বাগতিক আমিরাত।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।