আদানির সাম্রাজ্য কাঁপানো সেই হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

আদানির সাম্রাজ্য কাঁপানো সেই হিনডেনবার্গ রিসার্চই এবার বন্ধ হতে চলেছে। মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি ও বিজনেস স্ট্যান্ডার্ডের।

ন্যাথান অ্যান্ডারসন বলেছেন, আমি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করতে চলেছি। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক দিন আগে তিনি এই তথ্য জানালেন। জল্পনা চাউর হয়েছে, কারও হুমকি বা ভয়ের কারণে কি ন্যাথান এটি বন্ধ করতে যাচ্ছেন।

তবে এমন কোনো আশঙ্কা বা ভয়ের তথ্য উড়িয়ে দিয়েছেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা। তিনি দাবি করেছেন, কোনও হুমকি বা শারীরিক অসুস্থতার কারণে তিনি হিন্ডেনবার্গ বন্ধ করছেন না।

ন্যাথান অ্যান্ডারসন দাবি করেন, হিন্ডেনবার্গের এই কাজ করতে গিয়ে তিনি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন। তিনি তার কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে পারেননি। তবে এবার তিনি হিন্ডেনবার্গকে জীবনের মধ্যমণি করে রাখবেন না। এটা তার জীবনের এক অধ্যায় মাত্র।

তবে লক্ষ্য পূরণ হয়েছে বলে উল্লেখ করেছেন ন্যাথান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে আদানি গ্রুপকে লক্ষ্যবস্তু করে হিন্ডেনবার্গ রিসার্চ। এই সংস্থার প্রতিবেদনে পর বড়সড় বেকায়দায় পড়ে আদানি গ্রুপ। তবে আদানি গ্রুপের পক্ষ থেকে হিন্ডেনবার্গের সকল প্রতিবেদনকে বরাবরই মিথ্যা বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে ভারতে হু হু করে বাড়ছে আদানি গ্রুপের স্টকের দাম।